1. bslbarta@gmail.com : BSL BARTA : Golam Rabbi
চাঁপাইনবাবগঞ্জে সনাক’র মানববন্ধন - বিএসএল বার্তা
চাঁপাইনবাবগঞ্জে সনাক’র মানববন্ধন

আশরাফুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১২ বার পড়া হয়েছে

স্পেনের রাজধানী মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাকের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপী, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সনাকর সদস্য রাইহানুল ইসলাম লুনা, গৌরি চন্দ সিতু, নিকোলাস মুরমু, এনামুল হকসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা, আসন্ন কপ-২৫ সম্মেলনে বাংলাদেশ কর্তৃক উত্থাপনযোগ্য এবং বাংলাদেশ সরকারের করণীয় শীর্ষক ১১ দফা দাবী তুলে ধরেন।
মানবন্ধনে সনাক সদস্য, ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করে।

বিএসএল / জি এস
নিউজটি শেয়ার করুন...

Comments are closed.

এ জাতীয় আরো খবর..


© All rights reserved © 2019 bslbarta.com
Customized By BSLBarta Team