1. bslbarta@gmail.com : BSL BARTA : Golam Rabbi
গোসলের পোশাকে জাহ্ণবীর ছবি ভাইরাল! - বিএসএল বার্তা
গোসলের পোশাকে জাহ্ণবীর ছবি ভাইরাল!

বিনোদন ডেক্সঃ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

যদিও ছোট পোশাকে তার জিমে যাওয়ার ছবিতে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো সয়লাব, তারপরও কিছুটা রাখঢাক রেখে চলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার প্রকাশিত নতুন ছবি নেটিজেনদের উত্তেজনার পারদ চড়িয়েছে।

ইতিমধ্যে সেই ছবি দেখে ফেলেছেন প্রায় পৌনে তিন লাখ ভক্ত। ভাইরাল হওয়া ছবিটিতে কমেন্ট করেছেন প্রায় ৯শ জন।

সাদা রঙের একটি গোসলের পোশাক পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেন জাহ্নবী। ছবিতে তার হাসি বিমোহিত করেছে ভক্ত-অনুরাগীদের।

বলিউড সুপারস্টার শহিদ কপুরের ছোট ভাই ইশান খট্টরের সঙ্গে ‘ধড়ক’ সিনেমায় দেখা যায় জাহ্নবী। প্রথম ছবির পর দীর্ঘ বিরতী নিয়ে শ্রীদেবী কন্যা ফিরছেন ‘দোস্তানা’ সিনেমায় সিক্যুয়েলে কার্তিক আরিয়ানের সঙ্গে।

দোস্তানার পর ‘তখত’ সিনেমায় অভিনয় করবেন জাহ্নবী। বলিউডের স্বনামধন্য নির্মাতা করন জোহরের এই সিনেমায় করিনা, রণবীর সিং, আলিয়া, বিকি কৌশলেদর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

 

বিএসএল / জি এস
নিউজটি শেয়ার করুন...

Comments are closed.

এ জাতীয় আরো খবর..


© All rights reserved © 2019 bslbarta.com
Customized By BSLBarta Team