1. bslbarta@gmail.com : BSL BARTA : Golam Rabbi
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার - বিএসএল বার্তা
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ১০৫ বার পড়া হয়েছে

করোনাকরোনাভাইরাসের তাণ্ডবে আরও বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে  মৃতের সংখ্যা ভয়ঙ্কর হারে বাড়ছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার বেড়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি ও পিটিআই’র বরাত দিয়ে আউটলুক ইন্ডিয়া।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ নতুন মৃত্যু হয়েছে ৪,৪৯১ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৯১৭ জন!

তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৭।

সিএনএনও জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টার হিসেব তুলে ধরেনি তারা।

একদিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৯০ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার।

করোনায় মৃত্যুর মিছিল বেশি নিউ ইয়র্কে। প্রদেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৭১ জন। ‘সম্ভাব্য’ নতুন মৃতের সংখ্যা জানানো হয় ৪,১৪১ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। এই হার কমার কোনও নমুনা দৃশ্যত না দেখা গেলেও চলমান লকডাউন ‘ধাপে ধাপে’ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনায় এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ২১ লাখ ৮২ হাজারেরও বেশি। মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছে ২২ হাজার ১৭০ জন।

এদিকে, আক্রান্তে দ্বিতীয় স্থানে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তে তৃতীয়স্থানে আছে ইতালি, ১ লাখ ৬৯ হাজার ছুঁই ছুঁই দেশটির আক্রান্তের সংখ্যা।
নিউজটি শেয়ার করুন...

Comments are closed.

এ জাতীয় আরো খবর..


© All rights reserved © 2019 bslbarta.com
Customized By BSLBarta Team